মোছাঃ মরিয়ম বেগম (২২) কে সন্ধান দিলে (১০) হাজার টাকা পুরস্কৃত - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • সারাদেশ

    মোছাঃ মরিয়ম বেগম (২২) কে সন্ধান দিলে (১০) হাজার টাকা পুরস্কৃত

      প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ৮:৫২:১৫ প্রিন্ট সংস্করণ

    রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু)

    রাজশাহীর পুঠিয়ায় (১৫) দিন থেকে এক গৃহবধূ মরিয়ম বেগম (২২) নিখোঁজ রয়েছে। পুঠিয়ার গোপালহাটী গ্রামের স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পুঠিয়া গোপালহাটী গ্রামের ফকিরপাড়া এলাকার তালেবের (৫০) ছেলে আবু তাহেরের (২৫) সাথে চার বছর আগে বিয়ে হয় ভালুকগাছি এলাকার মন্ডলপাড়া বেলাল হোসেনের মেয়ে মোছাঃ মরিয়ম বেগমের। গত ০৯- নভেম্বর বুধবার সন্ধ্যা (৬)টার দিকে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যায়। এসময় তাহের বাড়িতে ছিল না। বাড়িতে এসে আশেপাশে খুঁজে না পেয়ে শুশুর বাড়িতে খবর দেয়। দুই পরিবার মিলে তাকে খুঁজে না পেয়ে পরদিন ১০ নভেম্বর থানায় একটি জিডি করা হয়।

    তাহের জানায়,দীর্ঘ (১৫) দিন ধরে তার স্ত্রীকে না পাওয়ায় তিনি ঘোষণা দেন যে মরিয়ম বেগমের (২২) কেও সন্ধান দিতে পারলে তাকে (১০) হাজার টাকা পুরস্কৃত করা হবে। মোঃ তাহের (২৫) তার বাবা ঘরমিস্ত্রী তালেব (৫০) সে তার বাবার কাজে সহযোগিতা করে। ঘটনার দিন সন্ধ্যার পর বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে তার খোঁজ করে। না পেয়ে কিছুক্ষণ পর শশুর বাড়িতে খবর দেয়। পরদিন তার শশুর থানায় জিডি করে। এ বিষয়ে পুঠিয়া থানার এস আই শফিকুল ইসলাম বলেন, থানায় একটি জিডি হয়েছে। ওই মহিলাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ