অভিমানী নিয়তি - ফাতিমা পারভীন - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • শিল্প ও সাহিত্য

    অভিমানী নিয়তি – ফাতিমা পারভীন

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৪৬:১৯ প্রিন্ট সংস্করণ

    ফাতিমা পারভীনঃ 

    স্বপ্ন এসেছিল
    অনাদি চোখের সামনে
    আর্ত হৃদয়ে ফুটে উঠেছিল স্বপ্নের শৈলমালা
    অভিমানী নিয়তি পিছু ছাড়েনি
    সময়ের সাথে বদলে যায় নিয়ম
    বদলে যায় হাওয়ায় হাওয়ায় ভেসে আসা
    পিরামিডের মতো উচ্চতার অনুভূতি।

    অভিমানী নিয়তি
    অধরা হয়ে বদলে দেয় স্বপ্ন
    আমার সোনালি কাব্য অভিমানে হারিয়ে যায়
    পোড়া মন পোড়া ছাইয়ে দিগন্তে ছুটে চলে
    স্বপ্ন ভাঙলে লাল রং হয়
    নাকি নীল বেগুনী ফ্যাকাশে হতে হতে
    গাঢ় কালো অন্ধকার হয়!
    অভিমানী নিয়তি
    নদীর জলের মতো আছড়ে পরে রয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ