আমি ও আমার আকাশ - নাদিয়া সিমিন - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • শিল্প ও সাহিত্য

    আমি ও আমার আকাশ – নাদিয়া সিমিন

      প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ১১:১১:২৬ প্রিন্ট সংস্করণ

    নাদিয়া সিমিনঃ

    কত যুগ ধরে তোমার অপেক্ষায় ছিলাম, এক পৃথিবী ভরা ভালোবাসা নিয়ে !

    প্রতিটা বরষায় রিমঝিম শব্দে আমি বিচলিত হয়ে উঠতাম তোমার দেখা পাবো ভেবে
    আঁচল ভরা কাঠগোলাপ নিয়ে বসে ছিলাম তোমায় দিবো বলে

    রাত যায়, দিন আসে, আমি বসেই ছিলাম,
    তুমি আসবে বলে –

    আকাশ, বাতাস, নদী-প্রান্তর সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়িয়েছি –
    কিন্তু কোথাও খুঁজে পাই নাই তোমাকে

    দুই চোখ ভরে অশ্রু গড়িয়ে পরে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে
    তোমাকে ছাড়া বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছিলো
    তুমি যে আমার প্রতিটা রক্তকণায় মিশে আছো
    আমার প্রতিটা নিঃশ্বাসে ভেসে আছো

    অবশেষে তোমার দেখা পেলাম
    কিন্তু তুমি যে আমার জীবনে অন্য এক পৃথিবীর তারা হয়ে এলে
    যে পৃথিবীতে আমার কোন প্রবেশাধিকার নাই

    আমি ও আমার আকাশটা তুমি শূন্য-ই থেকে গেলো

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ