আলোচিত হাজীপুর মাদ্রাসা শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    আলোচিত হাজীপুর মাদ্রাসা শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২৩ , ৬:১৯:২১ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হাজীপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বহুল আলোচিত আকাঙ্ক্ষিত অভিভাব নির্বাচন কঠোর প্রশাসনিক নিরাপত্তা ও ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

    ৯ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয়ে একটানা ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এতে সাধারণ সদস্য ৪ টি পদের বিপরীতে ৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১ জনের বিপরীতে পদে ২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাতে ৩৮৬ জন ভোটারের মধ্যে ২২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    ভোটারদের সর্বোচ্চ ১৮৯ ভোট পেয়ে মোঃ খলিলুর রহমান, ১৮৭ ভোট পেয়ে মোঃ গোলাম কবির, ১৮০ ভোট পেয়ে জাকির হোসেন ১৫৮ ভোট পেয়ে হাবিবুর রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ১৭৪ ভোট পেয়ে হালিম বেগম নির্বাচিত হয়েছে। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য আয়েশা বেগম ২০ ভোট, সাধারণ সদস্য পদে মোহাম্মদ আলী ২০ ভোট, সিরাজুল ইসলাম ১২ ভোট ও রফিকুল ইসলাম ১০ ভোট পেয়ে পরাজিত হন।

    নির্বাচনে প্রিজাইডিং উপজেলা কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। পরবর্তীতে অফিসিয়াল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কমিটি গঠনের কাজ সম্পন্ন হবে।

    উল্লেখ্য, বিজয়নগর উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের হাজীপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার গত ৪ বছর যাব বিভিন্ন সমস্যা ও দ্বন্দ্বের কারণে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ছাড়া মাদ্রাসাটি এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। যার কারণে অভ্যন্তরিক বিভিন্ন সমস্যা, আঞ্চলিক কোন্দল প্রকট আকার ধারণ করেন। উক্ত মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছিল। সবকিছু ঝামেলার অবসান ঘটিয়ে ব্যাপক আইন শৃঙ্খলা নিরাপত্তার মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ