আলোর সিঁড়ি সেবা সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    আলোর সিঁড়ি সেবা সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৪:০০:৩৩ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ছতরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করেন আলোর সিঁড়ি সেবা সংগঠন নামে একটি সামাজিক সংগঠন।

    এ উপলক্ষে ৩০ আগস্ট, বুধবার, ছতরপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে সকাল ১১ টার সময় এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে বিষ্ণুপুর পূর্বাঞ্চল কলেজের অধ্যক্ষ ও আলোর সিঁড়ি সেবা সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল হাসান সোহাগ উপস্থিত ছিলেন।

    উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ও বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্ত।

    আলোর সিঁড়ি সেবা সংগঠন এর বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ শাহ’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি হালিমা চৌধুরী সিংগারবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইমন মিয়া, সিঙ্গারবিল বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া, কালাছড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ মুসা মিয়া, বিজয়নগর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি মোঃ তানভীর আহমেদ, আলোর সিঁড়ি সেবা সংগঠনের সহ-সভাপতি ফাহিম মুনতাসীর, ফয়সাল আহমেদ, রক্ত সম্পাদক পারভেজ, সহ- রক্ত সম্পাদক মোঃ জুয়েল, সাংবাদিক পলাশ কুমার দাস, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।

    এতে সভাপতিত্ব করেন ছতরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী  প্রধান শিক্ষক এহসানুল হক সেলিম।

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছতরপুর উচ্চ বিদ্যালয়ের উপস্থিত প্রায় ৩০০ ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ