প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৩ , ৫:৪৬:০৪ প্রিন্ট সংস্করণ
জহির সিকদার,আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
আশুগঞ্জে গ্রামীন ব্যাংকের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গ্রামীণ ব্যাংক আশুগঞ্জ শাখার শরীয়তনগর কার্যালয়ে রবিবার দুপুরে অনুষ্ঠিত উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অবলোকন কর্মকর্তা মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক আশুগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন, গ্রামীন ব্যাংক অশুগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সৈয়দ ইসরাফিল।
উল্লেখ্য যে, গ্রামীন ব্যাংকের জোনাল ম্যানেজার মোতাহার হোসেনের তত্বাবধানে কম্বল বিতরন অনুষ্ঠানে গ্রামীন ব্যাংক কর্তৃপক্ষ গ্রামীণ ব্যাংকের ১০০ জন সংগ্রামী সদস্যদের (গ্রামীণ ব্যাংকের তালিকাভুক্ত ভিক্ষুক) মাঝে কম্বল বিতরণ করেন।
আশুগঞ্জের শরীয়তনগর কার্যালয়েসহ উপজেলার নয়টি শাখা কার্যালয়ে উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। পৌষের প্রচন্ড শীতের মাঝে অসহায় ও দুঃস্থ মানুষগুলো কম্বল হাতে পেয়ে খুশিতে কেদে ফেলেন। তারা উক্ত প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন। গ্রামীন ব্যাংক প্রতিবছরই অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে থাকেন তারা।