এলো বসন্ত - মুহাম্মদ মহসিন আলী - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • শিল্প ও সাহিত্য

    এলো বসন্ত – মুহাম্মদ মহসিন আলী

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:০৪:৪৭ প্রিন্ট সংস্করণ

    এলো বসন্ত
    মুহাম্মদ মহসিন আলী

    অচেনা রঙে, চেনা সুরে,
    পড়ন্ত বিকেলে গায়ের পথে,
    ফাল্গুন আসার খবর শুনেছি।
    সেই থেকে আমি ফাল্গুনের প্রেমে পড়ি।
    শীতের শেষার্ধে —-
    দক্ষিণা বাতাসের আলতো পরশে,
    ফাল্গুন আসার অনুভূতি হত।

    স্যার বলেছিল, ফাল্গুন মাসের বসন্ত ঋতুতে,
    মানুষ, পাখি আর গাছগাছালি প্রেমে পড়ে।
    সেই থেকে ফাল্গুন মাসে বসন্ত ঋতুর অপেক্ষায় থাকতাম।
    ফাল্গুন আর বসন্ত এলে,
    আমিও প্রেমে পড়ার অপেক্ষা করি।

    ১ লা ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ
    ১৪ ফেব্রুয়ার ২০২৩ খৃষ্টাব্দ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ