কাতারে এলিনা ট্রেডিং এণ্ড সার্ভিস দ্বিতীয় শাখার যাত্রা শুরু - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • প্রবাসের খবর

    কাতারে এলিনা ট্রেডিং এণ্ড সার্ভিস দ্বিতীয় শাখার যাত্রা শুরু

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৪ , ১০:১৩:৩৯ প্রিন্ট সংস্করণ

    নুরে আলম জাহাঙ্গীর,দোহা,কাতারঃ

    কাতারের রাজধানী দোহার পুরাতন গানগে নুজুম হাইপার মার্কটের পাশে বৃহত্তর সিলেটের দুই তরুণ উদ্যোক্তা মনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলমের উদ্যোগে বিল্ডিং কনস্ট্রাশন সামগ্রীর শো-রোম এলিনা ট্রেডিং এণ্ড সার্ভিস কোম্পানীর দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে।

    বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে কোম্পানীর স্পন্সর মোহৃম্মদ নাসির কে সাথে নিয়ে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মাহবুবুরর রহমান চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ মালেক ও সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়েজ।
    উদ্যোক্তারা জানান, শো-রুমে বিল্ডিং কনস্ট্রাশন সকল সামগ্রী মানসম্পন্ন ও সাশ্রয়ী মূলে পাওয়া যাবে। বাংলাদেশী কন্সট্রাশন কোম্পাীর মালিক, কন্ট্রাক্টর ও সাব-কন্ট্রাকটরদের এ সুযোগ গ্রহণ করার জন্য আহবান জানান তারা।
    দোয়ার পর মিষ্টি বিতরণের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ