কাতারে জালালাবাদ এসোসিয়েশনের অভিষেক - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • প্রবাসের খবর

    কাতারে জালালাবাদ এসোসিয়েশনের অভিষেক

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৯:১৫:১৩ প্রিন্ট সংস্করণ

    নুরে আলম জাহাঙ্গীর,কাতারঃ

    বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশন এর নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান কাতার প্রবাসীরা।

    রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম মাহবুবুর রহমান চৌধুরীকে সভাপতি, হাবিবুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, আহমেদ মালেককে সাধারণ সম্পাদক, আহমদ নবী নোমানকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

    পরে উপস্থাপক রেজাউল ইসলাম রেজু পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা।

    রাষ্ট্রদূত নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা করেন ঐতিহ্যবাহী এ সংগঠনের নতুন নেতৃত্ব বৃহত্তর সিলেট প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ