প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ১১:৫৭:৪৬ প্রিন্ট সংস্করণ
নুরে আলম জাহাঙ্গীর,কাতারঃ
বিপুল সংখ্যক ধর্মপ্রাণ প্রবাসীদের উপস্থিতিতে কাতারে বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদের উদ্যোগে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
কাতারের রাজধানী দোহা থেকে ৩৫ কিলোমিটার দূরে উম্ম আল আমাদ ফ্যামিলী রিসোর্টে ১০ জানুয়ারি শুক্রবার বিকাল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য পেশ করেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ রশীদ চৌধুরী, জুবের আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল করিম ও প্রকৌশলী কামরুল আহাসান মিয়া, সহকারী সাধারণ সম্পাদক যথাক্রমে জুবায়ের আহমদ আনসারী, হাফেজ ইউসুফ চৌধুরী, কর্মপরিষদ সদস্য খুরশিদ আলম, কারী মুস্তাফিজুর রহমান, নূর আলম বাবুল, ইঞ্জিনিয়ার মুজাম্মিল হক প্রমুখ।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আল-হেরা শিল্পীগোষ্ঠীরর শিল্পীবৃন্দ।