ঘন কুয়াশার কারণে পাটুরিয়ায় ৯টি ট্রাকসহ ফেরি ডুবি - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • সারাদেশ

    ঘন কুয়াশার কারণে পাটুরিয়ায় ৯টি ট্রাকসহ ফেরি ডুবি

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৪ , ১২:২২:২৬ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ ডেস্কঃ 

    ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাট এলাকায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে।
    আরিচা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ মুজিবুর রহমান বাসসকে জানান,  সকাল সোয়া আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ফেরিতে ৯টি ট্রাক ছিল।
    আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করছে। এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৫ জন নিখোঁজ রয়েছে।

    মানিকগঞ্জ ও ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে আরিচা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার সৈয়দ আশরাফুর রহমান বাসসকে জানিয়েছেন।

    এ ছাড়া সারেংয়ের একজন সহকারি এখনো নিখোঁজ আছে বলে মানিকগঞ্জ ফায়ার জোনের উপসহকারি আব্দুল হামিদ জানিয়েছেন।
    উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে যাচ্ছে। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ