চলে যাবে একদিন - ফাতিমা পারভীন - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • শিল্প ও সাহিত্য

    চলে যাবে একদিন – ফাতিমা পারভীন

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৩ , ১০:০২:৫৫ প্রিন্ট সংস্করণ

    ফাতিমা পারভীনঃ

    চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য সবুজ
    তবু মরুভূমি চোখে দেখি
    সম্মুখে অগ্রসরের পথটুকু
    লোকালয়ে আছে মানুষের কোলাহল
    তবু জনজীর্ণ মানবহীন মাঠ
    সন্ধ্যা তারা আলো দেয়নি
    দিগন্তের সূচনায় জেগে ওঠেনি সূর্যোদয়
    অপরাহ্নে সূর্যাস্ত গাঢ় কালো পথে
    অজানা শহর
    কোথাও দাঁড়াবার কোনো ঘর নেই
    এখানে গলি নেই আলো নেই বলে
    আবাস গড়ে ওঠেনি কোথাও।

    চারপাশে প্রগাঢ় দীর্ঘশ্বাস
    আলো আঁধারের মহাযাত্রী
    নিঃশ্বাসপূর্ণ অসুস্থ মস্তিস্ক
    বাতাসে ছড়িয়ে আছে বিষাক্ত অক্সিজেন
    চারণভূমিতে অহোরাত্র নরকের প্রহরী
    নিয়মের মুকুটে অনিশ্চয়তা বাসা বাঁধে
    বছরের পর বছর
    বিরহের সীমা নবায়ন হয় নিমিষেই
    সগৌরবে ওঠা পূর্ণ চাঁদ
    ঢেকে যায় একটুকরো মেঘের আড়ালে
    খুব কঠিন হয়ে যায়
    জীবনকে নবায়ন করা।

    অক্ষর বিন্যাসের মতো
    নিয়ম হয়ে আছে অনিয়ম
    এসব নিয়মিত অন্ধকার থেকে
    পরিত্রাণের আকাঙ্ক্ষায়
    গ্লানিভারে নুয়ে পড়া হৃদয়ের গহীনে
    অচিন কফিনে রুদ্ধ করে দেয় সীমান্ত
    কে আমি আমি কার অথবা
    কেন হয়নি কেউ গভীর আপন
    প্রশ্নরা বাসা বাঁধে
    নীল নীড় পোড়া হৃদয়ে
    অযথাই উড়ে কামনা লালসার মোহ
    সবচেয়ে আপন নিঃশ্বাস
    প্রত্যাখ্যান করে চলে যাবে একদিন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ