চাঁপাইনবাবগঞ্জে রেডক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • সারাদেশ

    চাঁপাইনবাবগঞ্জে রেডক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৩ , ১০:১৮:৫১ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজে রেডক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টা সময় নবাবগঞ্জ সরকারি কলেজ এর অডিটোরিয়ামে কক্ষে প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণের এর শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ ও জেলা রেডক্রিসেন্ট এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন।

    কলেজটির অধ্যক্ষ ড সৈয়দ মোজাহারুল ইসলাম তরু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুর রশিদ, জেলা রেডক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ এর সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, জেলা রেডক্রিসেন্টের কার্য্যনির্বাহী সদস্য হাসান মাহমুদ সান্টু, জেলা ইউনিট লেবেল অফিসার মাহমুদুর রহমানসহ অন্যরা।

    জেলা রেডক্রিসেন্ট এর কার্য্যনির্বাহী সদস্য আব্দুর রাকিব প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দিবেন এবং তাকে সহযোগিতা করছেন যুব রেডক্রিসেন্ট এর প্রধান শামিম খান, বিপাসা সাহা, মো. আব্দুল কাদের জীলানি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারুক আহমেদ।

    প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আর্ত মানবতার সেবায় দেশের দূর্যোগে মানুষের কল্যাণে সবাই কে ঝাপিয়ে পড়তে হবে।যেখানেই দুর্যোগ সেখানেই মানব সেবায় এগিয়ে আসতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ