জাতি গঠনে খেলাধুলার বিকল্প নাই : মোহাম্মদ আশরাফুল - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • খেলাধুলা

    জাতি গঠনে খেলাধুলার বিকল্প নাই : মোহাম্মদ আশরাফুল

      প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২২ , ৯:৫৯:৩৬ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    সুস্থ ও কার্যকর জাতি গঠনে খেলাধুলার বিকল্প নাই বলে মন্তব্য করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

    তিনি আরো বলেন, যে জাতি খেলাধুলায় যত এগিয়ে সেই জাতি বিশ্বের দরবারে সম্মান, পরিচিত ও গ্রহনযোগ্যতায় এগিয়ে থাকেন।

    বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর আরিফ বিল্লাহ স্মৃতি ক্রিকেট একাডেমির আয়োজনে ছয়টি দল নিয়ে প্রিমিয়ার লীগ ২০২২ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    ৭ ডিসেম্বর বুধবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

    উক্ত খেলা আরো উপস্থিত ছিলেন চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, সদস্য সাংবাদিক শাহনেওয়াজ শাহ, বিজয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল খালেক দস্তগীর, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রমজান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আমির খাঁ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হৃদয় আহমেদ প্রমুখ।

    খেলায় দীর্ঘ দুই মাস যাবত পয়েন্ট ভিত্তিক একে অপরের সাথে প্রতিযোগীতা করে হৃদয় রয়েল কিং এবং গোল্ডেন জিম ইলাভেন। হৃদয় রয়েল কিং ১৩ রানে বিজয় লাভ করেন। অসাধারণ খেলে ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ বাদল। এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রাসেল খাঁন।

    খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন, মোঃ রাসেল খাঁন, দেলোয়ার জাহান জন্টু, মোঃ ইয়াসিন মিয়া, আব্দুল্লাহ আল মনির, রবিউল আলমসহ স্থানীয় যুবকবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ