প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৩ , ৩:০৬:০৪ প্রিন্ট সংস্করণ
মোঃ কেফাইতুল ভুঁইয়া,বিজয়নগর,ব্রাহ্মণবাড়িয়া।
বিজয়নগর উপজেলার সিংগারবিলের সামাজিক সংগঠন তিতাস আমাদের গর্ব উদ্যোগে ক্যান্সার আক্রান্ত দুই রোগীকে নগদ অর্থ ও ৫২ টি অসহায় সুবিধা বঞ্চিত পরিবারকে কম্বল উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংগারবিল বাজারের জামে মসজিদ সংলগ্ন স্থানে ক্যান্সার আক্রান্ত দুই রোগীকে নগদ ২৪ হাজার টাকা ও অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাজারের ব্যাবসায়ী মো. আসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাবসায়ী মো.বাবুল এলাহী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং যমুনা টেলিভিশন ও যুগান্তরের সাংবাদিক মহিউদ্দিন মিশু, আরটিভি ও আজকের পত্রিকার সাংবাদিক সাদ্দাম হোসেন। বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের কার্যকরি সদস্য ও দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার সাংবাদিক মোঃ কেফাইতুল ভুঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মো. তাহের মিয়া, আরফত আলী, সংগঠনের সদস্য মো. জুনাইদ, মনির,জাকির,আহাব ও রাহাত প্রমূখ উপস্থিত ছিলেন। প্রবাস থেকে অর্থ দিয়ে সহযোগিতা করেন প্রতিষ্ঠাতা সানাউল হক লপেন, সিনিয়র এডমিন হেলিম চৌধুরী,আইনউদ্দীন বুলবুল , আল আমিন ভূইয়া, আবুল বাসার, আল আমিন নিশু, নজরুল ইসলাম , সজিব, আলাল, রুবেল।
তিতাস আমাদের গর্ব সংগঠনের প্রতিষ্ঠাতা সানাউল হক লোপেল জানান, সেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন সব সময় সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়ায় এবং এ ধরনের সমাজসেবা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উপহার প্রদান অনুষ্ঠানের পরিচালনায় হিলেন মো. পরান ইসলাম পলাশ।