প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২২ , ৩:৩১:৪৯ প্রিন্ট সংস্করণ
এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী এসকে মিজানুর রহমান । সম্প্রতি তিনি প্রকাশ করেছেন তার ‘মিনতি’ শিরোনামের নতুন মৌলিক গান। গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। এর কথা ও সুর করেছেন এসকে মিজানুর রহমান নিজেই। মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন তিনিই। তার বিপরীতে রয়েছেন মীম।
নতুন গান প্রসঙ্গে এসকে মিজানুর রহমান বলেন, এটি ফোক ধাচের রোমান্টিক গান। আশা করি, সবার ভালো লাগবে।
এ ছাড়াও এসকে মিজানুর রহমান মুক্তির অপেক্ষায় আছে ‘ তুমি আমার মনের মানুষ টু’ নতুন গান। এটি খুব শিগগিরই তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। এখন থেকে শ্রোতাদের জন্য নিয়মিত গান প্রকাশ করবেন বলে জানিয়েছেন এসকে মিজানুর রহমান ।