পলাশবাড়ীতে কর্মসৃজন কর্মসূচি কাজের উদ্বোধন - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • বাংলাদেশ

    পলাশবাড়ীতে কর্মসৃজন কর্মসূচি কাজের উদ্বোধন

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২২ , ৮:১৭:৪৫ প্রিন্ট সংস্করণ

    আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

    গাইবান্ধার পলাশবাড়ীতে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রথম পর্যায়ের কর্মসৃজন কর্মসূচির ৪০দিনের কাজের উদ্বোধন করা হয়েছে।

    ২৬ নভেম্বর শনিবার উপজেলার ৮টি ইউনিয়নের গনকপাড়ায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন।
    একই সাথে ৮টি ইউনিয়নের স্ব স্ব চেয়ারম্যানবৃন্দ ইউপি সদস্যদের উপস্থিতিতে কর্মসৃজন কর্মসূচির ৪০ দিনের কাজের উদ্বোধন করেন।

    চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল বেতকাপা ইউনিয়নে মোস্তাফিজার রহমান মোস্তা ,পবনাপুর ইউনিয়নে মাহাবুর রহমান, মনোহরপুর ইউনিয়নে আঃ ওহাব ,তালুকজামিরা ইউনিয়নে কবির জাহাঙ্গীর সহ প্রতিটি ইউনিয়নের ও ইউপি সদস্যবৃন্দ এবং সচিব উপস্থিত ছিলেন।

    উপজেলা প্রকল্প অফিস জানিয়েছেন ২০২২- ২০২৩ অর্থ বছরে প্রথম পর্যায়ে ৮ টি ইউনিয়নে ৭২টি প্রকল্পে ১৮৬৩ জন শ্রমিক কাজ করবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ