প্রবাসে আমরা ভাই ভাই, শিকরের টানে ব্রাক্ষণবাড়িয়ায় - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • প্রবাসের খবর

    প্রবাসে আমরা ভাই ভাই, শিকরের টানে ব্রাক্ষণবাড়িয়ায়

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:১৫:০৭ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ ডেস্কঃ

    ১৮ ফেব্রুয়ারি ২০২৪ এই স্লোগানকে সামনে রেখে পর্তুগালে অবস্থানরত ব্রাক্ষনবাড়িয়ায় সকল ভাই বোনদের সাথে নিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। ব্রাক্ষনবাড়িয়ায় কমিউনিটি অব পর্তুগাল এর প্রবীন মুরুব্বি এমদাদুল হক কাকার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ,
    সাধারণ সম্পাদক: কাজী আবদুস সাত্তার এর উপস্থাপনায়,
    সভাপতি: সাহিদুজ্জামান মোল্লা ,
    সিনিয়র সহ-সভাপতি: রাকিবুল ইসলাম ও প্রচার সম্পাদক: সোহাগ এর নিঃস্বার্থ পরিশ্রমে, সহ সভাপতি : কাজী কাইফ, সহ সভাপতি: খাইরুল ইসলাম , উপদেষ্টা: সাহাদাত হোসেন, সহ-সভাপতি: আবদুল্লাহ আল মামুন সহ-সাধারন সম্পাদক: আল-আমিন সহ ব্রাক্ষনবাড়িয়ার সফল ব্যবসায়ী: সাহেদ সোহেল,‌ আহমেদ , স্বপন, জহিরুল হক, রয়েল স্পাইস রেস্টুরেন্ট এর সোহেল আহমেদ সহ সকল ভাই বোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সবাইকে সাথে নিয়ে পর্তুগালের দর্শনীয় স্থানের মধ্যে,
    Grutas de Mira de Aire ( 11 KM sea cave, one of the largest Cave in Europe )
    Porto de mós ( খেলাধুলা ও দুপুরের খাবার)
    Nazaré (Highest sea Wave in Europe )

    দেখার জন্য পর্তুগালের রাজধানী লিসবন থেকে রওয়ানা হয়।
    দর্শনীয় স্থান সমূহ পরিদর্শন শেষে খেলাধুলা,গান ,কৌতুক এর মাধ্যমে সন্ধ্যা সাতটা পর্যন্ত অতিবাহিত হয়‌ । ব্রাক্ষনবাড়িয়ায় মানেই ব্যতিক্রম কিছু, তাই দর্শনীয় স্থান গুলো ছিল চোখ জুড়ানো অনেক সুন্দর । সবার সাথে কাটানো মুহূর্তগুলো ছিল আনন্দময়।
    অনেকে সাময়িক সমস্যা ও দূরে অথবা ছুটিতে বাংলাদেশ থাকার জন্য অঃশগ্রহন করতে না পেরে খুব দুঃখ প্রকাশ করেন। কিন্তু দূর থেকে তাদের সহযোগীতার ভূমিকা না বললেই নয়, উপদেষ্টা: মঈন ভাই দূরে থেকেও আমাদের নিরাপত্তার জন্য Bombeiros Nazaré কে অবহিত করে রাখেন ও আর্থিকভাবে সহযোগিতা করেন, জাবেদ ভাই সহ আরও অনেকে।
    পরিশেষে সভাপতি ও উপদেস্টা মন্ডলীসহ সবার সংক্ষিপ্ত বক্তব্য শেষে লিসবনে ফেরত আসা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ