প্রতিনিধি ২৮ মার্চ ২০২৫ , ৫:৩১:০১ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচ এর শিক্ষার্থী এমদাদ সাগরের অকাল মৃত্যুতে তার বন্ধুদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল করা হয়েছে।
২৭ মার্চ ২৬ রমজান বৃহস্পতিবার বিকালে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন মাদ্রাসার শতাধিক ছাত্র অংশগ্রহণ করেন।
এসময় দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খাঁন এর সভাপতিত্বে ও এস এস সি ২০০৮ ব্যাচের ছাত্র ডাক্তার মোঃ জুয়েল রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দাউদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী বিএসসি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খাইরুল আমিন, বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান লিটন মুন্সি, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, চাঁদপুর পলিটেকনিক্যালের শিক্ষক হাসানুল হক, আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক খান, সাবেক ছাত্রনেতা মিলন মৃধা, পুলিশ অফিসার রিপন সরকার বিজয়নগর মডেল স্কুলের প্রধান শিক্ষক রেজাউল আমিন, শরীফ খান,হেকমত, আলি, জনি সহ এস এস সি ২০০৮ ব্যাচের ছাত্ররা। এসময় বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অকাল প্রয়াত এমদাদ সাগর সহ সবার জন্য দোয়া করা হয়েছে।