বিজয়নগরে অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারনে ব্যবসায়ীকে জরিমানা - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    বিজয়নগরে অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারনে ব্যবসায়ীকে জরিমানা

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ১১:১০:০০ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।

    ২২ আগস্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে বাজার মনিটরিং কালে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাহেরুল হক।

    বাজার মনিটরিংকালে তিনি দুই দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করেন। অন্য ব্যবসায়ীদের মৌখিক সর্তক করেন। এসময় তিনি বাজারের সার্বিক পরিবেশ বজায় রাখতে সকলকে উদ্যোগী হতে আহবান জানান। এবং আমতলী বাজারের মধ্য দিয়ে উপজেলার প্রধান সড়ক চান্দুরা থেকে সিঙ্গারবিল যাওয়ার সড়কে অবৈধ পার্কিং না করা ও মাছ বাজার ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করেন।

    জনস্বার্থে এই অভিযান উপজেলা প্রশাসন অব্যাহত রাখবে বলে তিনি জানান।

    এসময় উপ-সহকারী ভূমি কর্মকর্তা(নায়েব), বাজার কমিটির নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ