বিজয়নগরে কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    বিজয়নগরে কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৪৯:৩৩ প্রিন্ট সংস্করণ

    মো.কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর,ব্রাহ্মণবাড়িয়া।

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চাউরা গ্রামে সাবেক রাষ্ট্রদূত ও কবি, সানাউল হক এর নামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যালয়, চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২০২৪ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    (১১ই ফেব্রুয়ারি) রবিবার সকাল ১০টায় কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় এর প্রতিষ্ঠাকালীন সিনিয়র শিক্ষক আবু সালের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

    এতে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায়, ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল হক শিপনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসিমা মুকায় আলী, চেয়ারম্যান বিজয়নগর উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান খান শাওন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিজয়নগর। জনাব মাহমুদুর রহমান মান্না, ভাইস চেয়ারম্যান বিজয়নগর উপজেলা পরিষদ। জনাব আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিজয়নগর। জনাব মনিরুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান ৭নং সিংগারবিল ইউনিয়ন পরিষদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, জনাব আবু ইউসুফ ভূইয়া, প্রধান শিক্ষক কালাছড়া উচ্চ বিদ্যালয়। সাংবাদিক কেফাইতুল ভুঁইয়া,কামাল মিয়া অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শফিউল আলম ওসমানী, কামাল হোসেন, সোহেল মিয়া, রাহিম মিয়া, প্রমুখ।

    আমন্ত্রিত অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আজগরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

    এতে আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব নাসিমা মুকায় আলী, বিশেষ অতিথি মাহমুদুর রহমান মান্না, সিনিয়র শিক্ষক আবু সালে, কামাল মিয়া, উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক কেফাইতুল ভুঁইয়া,ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল হক শিপনের সমাপনী বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান করা হয়।

    পরে বিদায় শিক্ষার্থীদের পক্ষ হতে শিক্ষক শিক্ষিকাদেরকে উপহার সামগ্রী প্রদান করে বিদায় শিক্ষার্থীরা ও শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের মেনেজিং কমিটির সদস্য ও শিক্ষক বৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ