বিজয়নগরে জরায়ু ক্যান্সারের টিকার বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত  - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    বিজয়নগরে জরায়ু ক্যান্সারের টিকার বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত 

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৭:৫৬:১৪ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠানবহির্ভূত প্রায় ১৬ হাজার ৬ শত কিশোরীকে জরায়ুমুখের ক্যান্সার রোধে এইচপিভি টিকা দেয়া হবে। উপজেলার মোট ২৪০টি উপ কেন্দ্রে চলবে টিকাদান কার্যক্রম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা প্রদান করা হবে।

    ১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এইচপিভি (HPV) টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে আয়োজিত উপজেলা কো-অর্ডিনেশন সভায় এ তথ্য জানানো হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাছুম এর সঞ্চালনায় সভায় টিকার রেজিষ্ট্রেশন, টিকা গ্রহনের কৌশল উপর বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।

    এসময় আরো উপস্থিত ছিল বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, ডাঃ মুস্তাফিজুর রহমান, ডাঃ হাসিবুল হক, ডাঃ আলী নেওয়াজ, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি আলাল উদ্দিন, সরহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, সহকারী শিক্ষা অফিসার মোঃ মানিক ভুইঁয়া, জামাতে ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা এর আমির মাওলানা আবু সাঈদ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন ব্যক্তিবর্গ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ