প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৪ , ১:২৩:৩৪ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
সন্দেহজনক ট্রাক আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকে বোঝাই চিনির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে বিজয়নগর থানা পুলিশ। এসময় গাড়ীতে থাকা দুইজনকে আটক করা হয়।
৬ অক্টোবর রবিবার শেষ রাতে ঢাকা সিলেট হাইওয়ে রোডে সিলেট থেকে ঢাকার দিকে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ এলাকায় থেকে জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো পাবনা জেলার ভাঙ্গারিয়া গ্রামের আব্দুল মাজেদ এর ছেলে মোঃ জাকারিয়া হোসেন (২০), পাবনা ঈশ্বরদ্বী চক আল্লাদীর শহিদুল ইসলাম এর ছেলে নাজমুল হোসেন (২৪)।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক আটক করে ২৫০ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় ট্রাকে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করার সময় চিনির বৈধ কোন কাগজপত্র দিতে পারেনি। তারা ভারতীয় চিনি অবৈধ পথে দেশে এসেছে বলে তারা জানান।