প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ৪:২৩:৪৯ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা।
১৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে সকাল ১১ টা থেকে দিনব্যাপী এই মেলা আয়োজন করেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক এর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মৃরধা, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত খামারীরা।
মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম বলেন, অন্যবারের তুলনায় এবার বড় পরিসরে প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন জায়গা থেকে খামারিরা অংশ নিয়েছে। ব্যতিক্রমী এ মেলায় ৪৫ খামারি তাদের সেরা গরু, ছাগল, মহিষ, পোষা প্রাণী, পাখিসহ নানা পশু নিয়ে হাজির হয়।
পরে অংশগ্রহণকরী খামারিদের মাঝে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের জন্য পুরস্কার সহ অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়েছে।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে আগত সকল অতিথি উপভোগ করেন।