বিজয়নগরে রাতের আঁধারে লক্ষাদিক টাকার লাউ সহ চারা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • নাগরিক সাংবাদিকতা

    বিজয়নগরে রাতের আঁধারে লক্ষাদিক টাকার লাউ সহ চারা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

      প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ৫:৪৬:২৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর,ব্রাহ্মনবাড়িয়া।

    গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হাটখোলা গ্রামের কৃষক মো: ফারুক মিয়ার সবজি বাগানে কে বা কারা রাতের রাতের আঁধারে প্রায় ৩০০ শত লাউ সহ ১৫ টি লাউ জার কেটে ফেলে।

    পরদিন সকালবেলা কৃষক ফারুক মিয়া তার সবজি বাগানে গিয়ে দেখে তার বাগানের লাউ গাছ কেবা কাহারা গুড়ি দিয়ে কেটে ফেলে। এ সময় ফারুক মিয়ার চিৎকার শুনে আশেপাশের লোকজন ও গ্রামবাসী জড়ো হয়।

    পরে খবর পেয়ে সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূইয়া। ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    প্রতিবেদককে কৃষক ফারুক মিয়া জানান আমি প্রায় একশত লাউ চারা নিয়ে ১৫ টি জারের মাধ্যমে এই লাউ সবজি চাষ শুরু করেছিলাম। গত বছরও আমি লাউ চাষ সবজি করে স্বাবলম্বী হয়।

    গতকাল কে বা কারা রাতের আধারে আমার প্রায় ৩০০শ লাউ সহ আমার পুরো জার গুলো কেটে দেয়।এতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয় আমার প্রায় লক্ষাধিক টাকা খই ক্ষতি হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ