বেঈমান (কবিতা) মৌসুমী হক মুর্শিদাবাদ - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • শিল্প ও সাহিত্য

    বেঈমান (কবিতা) মৌসুমী হক মুর্শিদাবাদ

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ১২:৪৫:০৫ প্রিন্ট সংস্করণ

    মৌসুমি হক,মুর্শিদাবাদ।

    আমিও পারি
    সমস্ত মায়া কাটিয়ে নির্দয় হতে
    সুপ্রাচীন ধারনা মুছে খল নায়িকার তকমা পেতে ।

    আমিও পারি
    তোমার পুরুষ মনে জ্বলন্ত দাবানল হতে
    তোমার চির বিশ্বাসী মন এক নিমেষে ভেঙে গুঁড়িয়ে দিতে ।

    আমিও পারি
    ফেক হাসি ঠোঁটে চুম্বনে চুম্বনে বিষ ঢেলে দিতে
    তোমার বুকে মুখ গুঁজে অন্য কোনও দহনের কল্পনায় মগ্ন হতে ।

    আমিও পারি
    নিমেষেই পারি অপরাধী হতে
    নারীর সমস্ত ছলা কলায় জড়িয়ে তোমায় ছারখার করে দিতে ।

    পারি তো সবই
    তবুও মুখ বুজে সয়ে যায়
    আমার মনুষ্যত্ব এখনও মরেনি জাগ্রত রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় …

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ