রত্না মাহমুদা'র প্রথম গবেষণা গ্রন্থ-বাংলার লোকচিকিৎসার ঐতিহ্য - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • শিল্প ও সাহিত্য

    রত্না মাহমুদা’র প্রথম গবেষণা গ্রন্থ-বাংলার লোকচিকিৎসার ঐতিহ্য

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৫৩:৩৯ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
    রত্না মাহমুদা’র প্রথম গবেষণা গ্রন্থ -“বাংলার লোকচিকিৎসার ঐতিহ্য”।পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৩ এর নৈঋতা ক্যাফে – স্টল নং ৩৬৩
    ২০২২ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত বই।
    বইটি সম্পর্কে রত্না মাহমুদা বলেন –
    আমি গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর থিসিস করেছিলাম।এই থিসিস পেপার করতে সময় লেগেছে প্রায় নয়মাস।
    নৈঋতা ক্যাফের  প্রকাশনা সম্পাদক কবি রাহেল রাজিবের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা আমার থিসিস পেপার গবেষণা গ্রন্থ হিসেবে প্রকাশ করার জন্য। কারণ এখানে আমার নিজ নাড়িমাটির লোক চিকিৎসকদের দারুণ সব তথ্য তুলে ধরার চেষ্টা করেছি।ব্রাহ্মণবাড়ীয়া জেলার লোকচিকিৎসার ঐতিহ্যকে পাঠকের মাঝে তুলে ধরার।
    দ্বিতীয় সংস্করণ আরও বিস্তৃত আকারে প্রকাশ পাবে আশা করছি।বর্তমানে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমফিল গবেষক হিসেবে অধ্যয়নরত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ