সবার আগে মোরা মানুষ-রত্না মাহমুদা - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • শিল্প ও সাহিত্য

    সবার আগে মোরা মানুষ-রত্না মাহমুদা

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৩ , ১২:১৮:৪০ প্রিন্ট সংস্করণ

    যখন আমি গঙ্গায় গেলাম হয়েছি হিন্দুঘেঁষা
    যখন আমি আজমীর যাই হলাম মুসলিম কন্যা
    পবিত্র গঙ্গার সূূর্য বলে অধম তোরে সুস্বাগতম।
    আমিও পবিত্র স্থানে করছি তোর অপেক্ষমাণ
    হিন্দু -মুসলিম -বৌদ্ধ -খ্রিস্টান নাইকো কোনো ভেদ।
    সবার আগে মানুষ মোরা,মরে গেলে সবই শেষ।
    কেউ জ্বলবে শ্মশানে, কেউবা আন্ধার কবরে
    আমি হিন্দু, তুমি মুসলিম থাকবে না কেউ খবরে।
    কদিনের সমালোচনায় নাম থাকবে মুখে মুখে
    আত্মীয় স্বজন ভুলে যাবে, কর্মে যাবে থেকে।
    সবার আগে আমরা মানুষ হিসাব করে চলো।
    আমি হিন্দু গঙ্গাঘাটে,আমি মুসলিম আজমীরে।
    তিতাসশাখার অলিয়াজুড়ির তীরে মোর জন্ম
    হিন্দু কাকীর শীতের পিঠা ছিল অনেক প্রিয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ