সম্প্রতি প্রকাশিত হয়েছে মাসিক সনাতন বাতায়ন ধর্মীয় সাহিত্য পত্রিকা  ৩য় সংখ্যা-২০২৩ - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • শিল্প ও সাহিত্য

    সম্প্রতি প্রকাশিত হয়েছে মাসিক সনাতন বাতায়ন ধর্মীয় সাহিত্য পত্রিকা  ৩য় সংখ্যা-২০২৩

      প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ১:১২:৫৫ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার।বাংলাদেশে এই প্রথম সনাতন ধর্মীয় সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য  সম্প্রতি প্রকাশিত হয়েছে মাসিক সনাতন বাতায়ন ধর্মীয় সাহিত্যের ছোট কাগজ প্রথম বর্ষ ৩য় সংখ্যা মার্চ – ২০২৩ । সনাতন বাতায়ন কর্তৃক কুড়িগ্রাম থেকে মুদ্রিত এবং রাজারহাট–কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে প্রকাশিত বিপুল চন্দ্র রায় এর সম্পাদনায় । বারো জন লেখকের লেখায় সমৃদ্ধ হয়েছে এবারের সংখ্যা।আজকের তরুণ তরুণীরা আগামির হিন্দু সমাজের প্রাণশক্তি।

    তাই তারুণ্যের অগ্রযাত্রায় চিরন্তন সত্যের পথে  সনাতন ধর্ম সমাজ ও দেশ কে দেখা ও জানার জন্য সনাতন বাতায়ন আয়োজন করছে ,ব্যতিক্রম ধর্মী  এক আয়োজন। সনাতন বাতায়ন ধর্মীয় সাহিত্য  পত্রিকা ৩য় সংখ্যা  একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। বিশিষ্ট কবি ও বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা গীতিকবি,কবি-লেখকদের কবিতায়  ৩য় সংখ্যা নতুনরূপ দান করেছে।

     কবিদের লেখায় প্রকাশিত হয়েছে কবিতার ছন্দে ছন্দে কবিতা, সনাতন ধর্মকে নিয়ে লেখা কবিতা, ধর্মীয় চেতনার কবিতা যা পড়লে সত্যি হৃদয় ছুঁয়ে যায়।সনাতন সমাজে কুসংস্কারগুলো দূর লক্ষ্য মানুষের মাঝে ধর্মীয় সাহিত্য সংস্কৃতির চর্চা ,ধর্মীয় চেতনা মূল্যবোধ নৈতিকতা  ফুটে ওঠে এই আপ্রাণ প্রচেষ্টা করে চলেছে সনাতন বাতায়ন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ