প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৪ , ১০:০৮:৩১ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আগমন উপলক্ষে বিজয়নগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ সাকিব আহমেদ ও সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে আমতলী বাজারে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কে বরণ করেন।
১৯ অক্টোবর সকাল ১১ টায় বিজয়নগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ সাকিব আহমেদ ও সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে স্লোগানে স্লোগানে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে বরণ করে আমতলী বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে বিএনপি’র ৩১ দফা প্রচারের লিফলেট বিতরণ করেন।
এসময় কেন্দ্রীয় নেতা, জেলার বর্তমান নেতৃবৃন্দ ও উপজেলার সাবেক নেতৃবৃন্দ ছাড়াও বিজয়নগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ সাকিব আহমেদ ও সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, হরষপুর ছাত্রদলের সভাপতি প্রার্থী মাঈন উদ্দিন, চর ইসলামপুর ইউনিয়নের সভাপতি প্রার্থী কবির মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আলাউদ্দিন, হরসপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক প্রার্থী সাইফুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন সহ শতাধিক নেতাকর্মী।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সবার উদ্দেশ্য বলেন, আওয়ামী লীগের মতো কালসাপ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে । তারা যে কোন সময় আবার বিষ দাত দিয়ে ছোবল মারতে পারে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি আরো বলেন, অপেক্ষাকৃত কম অপরাধী আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আমরা ৫ আগস্টের পরে রক্ষা করেছি। তারা অকৃতজ্ঞ। সেই রক্ষা করাকে তারা মনে রাখবে না। আমরা এখন ধৈর্য ধরতে হবে আগামী দিনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, তাই আমাদের শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে।