প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৫ , ১০:৪২:৩১ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন, এমন খবর পেলেই ছুটে যান তাঁরা। ঠিকানা নিয়ে পৌঁছে যান রোগীর হাসপাতালে। রক্ত দিয়ে ফেরেন হাসিমুখে।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সামাজিক সংগঠন “রক্তের বন্ধন” এর ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ।
শরীফ মোহাম্মদ ইউনুস কে সভাপতি ও আদহাম মাইনুদ্দিন কে সাধারণ সম্পাদক হিসে পুনরায় নির্বাচিত করে কমিটির অনুমোদন দিয়েছেন উপদেষ্টা শাহ মুনায়েম হোসাইন ও ডাঃ একে আজাদ।
সংগঠনের সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে অব্যবসায়ীক মনমানসিকতা নিয়ে কাজ করাই হলো “রক্তের বন্ধন” এর মৌলিক কাজ।
আমাদের নিয়মিত কর্মকাণ্ডের মধ্যে থাকে রক্ত দান, ব্লাড গ্রুপিং, মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, রাস্তাঘাট সংস্কারের কাজ, সাঁকো মেরামতের কাজ ইত্যাদি। বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের নিয়ে সভা, সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন।
এসব কাজের সঙ্গে তরুণরা যুক্ত থাকলে তারা কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সময় পায় না।
এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ভাবনা নিয়ে শুরু হয়েছিল আমাদের পথচলা।