প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০৩:৪১ প্রিন্ট সংস্করণ
মোঃ কেফাইতুল ভুইয়া,ব্রাহ্মণবাড়িয়াঃ
ক্রীড়ায় শক্তি ক্রিয়ায় বল এ স্লোগান কে ধারণ করে শুরু হওয়া সিংগারবিল কর্তৃক আয়োজিত লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
২৭ শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী মিরাশানী হামারা মাঠ প্রাঙ্গনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় মো. ফায়েজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল মিয়া, সিংগারবিল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকন, ইকবাল সায়েম বুখারী, রকিব হাজারী, সজীব মিয়া প্রমুখ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আমেদাবাদ চৌধুরী বাড়ি ক্রিকেট একাদশ বনাম রাব্বি ওয়ারিয়র্স।
টস জিতে প্রথমে ব্যাট করে জাবেল মুন্সি ও ক্রিকেটার রানা এর অর্ধশতকে আমেদাবাদ চৌধুরী বাড়ি ক্রিকেট একাদশ নির্ধারিত ১৫ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ২১৭ রান সংগ্রহ করে রাব্বি ওয়ারিয়র্স কে একটি চ্যালেঞ্জিং স্কোর ছেড়ে দেয়।
জবাবে ২১৮ রানের টার্গেট করতে নেমে তানভীর ও সাজেদুলের অর্ধশতক ও ফিনিশিংয়ে জাহিদ সৈকত ও কিং শুক্কুরের ব্যাটিং তান্ডবে ১৪ ওভারে ৭ উইকেটের বিশাল জয় তুলে চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনায় ছিলেন ম্যাচ রেফারি এস,এম, ফকরিয়া, আম্পায়ার, আমিনুল ইসলাম সুমন ও জহির মিয়া।
সার্বিক সহযোগিতায় বন্ধুমহল, এমরান মিয়া,রাব্বি জমাদ্দার,আনিসুল হক কালু, গোলাম রাব্বানী পান্না, বাবু মিয়া, সেতু মিয়া,আলহাজ্ব আলামিন, রুমান মিয়া প্রমুখ।