সুখ পাখি (কবিতা) রত্না মাহমুদা - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • শিল্প ও সাহিত্য

    সুখ পাখি (কবিতা) রত্না মাহমুদা

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৩ , ৯:৫০:০৭ প্রিন্ট সংস্করণ

    সুখ পাখি টা উড়ে গেলে
    দুঃখ আমায় ভর করে,
    সুখ পাখি টা হারিয়ে গেলে
    বাঁচবো আমি কি নিয়ে।

    সুখ পাখি টা আছে বলেই
    জীবন দিয়া মিটমিট জ্বলে,
    সুখপাখিটা হারিয়ে গেলে
    বাঁচবো আমি কি নিয়ে।

    আমার জ্বালায় সুখ পাখিটা
    মাঝে মাঝে ঘরযে ছাড়ে,
    সুখ পাখি টা হারিয়ে গেলে
    বাঁচবো আমি কি নিয়ে।

    সুখ পাখি টা উড়ে গেলে
    দুঃখ আমায় ভর করে,
    সুখ পাখি টা হৃদয় মাঝে
    নতুন নতুন স্বপ্ন আঁকে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ