আজ পালিত হবে হযরত কাসেম শাহ ( রহঃ)উফাত দিবস - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • নাগরিক সাংবাদিকতা

    আজ পালিত হবে হযরত কাসেম শাহ ( রহঃ)উফাত দিবস

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৪১:০৩ প্রিন্ট সংস্করণ

    জহির সিকদার,আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া।
    আশুগঞ্জে আজ হযরত কাসেম শাহ ( রহঃ)উফাত দিবস পালিত হবে।

    এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা থেকে স্থানীয় আলাল শাঁহ ও কাসেম শাহর দরবার শরীফ প্রাঙ্গনে আয়োজিত পবিত্র ওরশ মোবারকে ওয়াজ,সামায়ে গজল এবং জিকির আসগার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাইফুল ইসলাম রেজা সাদেকপুরী(খতিব চকবাজার জামে মসজিদ,আশুগঞ্জ) ।
    মাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জিন্নাহ খন্দকারের সভাপতিত্বে
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দূর্গাপুর জামে মসজিদের খতিব মুফতি শাহিনুল ইসলাম আলকাদ্বরী সাহেব।

    প্রধান আকর্ষণ চরচারতলা সিরাজুল মোল্লা জামে মসজিদের খতিব হযরত মাওলানা আল আমিন আলকাদ্বরী সাহেব।
    সার্বিক তত্বাবধানে থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন।

    এছাড়া সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জিয়াউদ্দিন খন্দকার, চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব কাজী মহিউদ্দিন মোল্লা।

    আয়োজনে ও প্রচারে থাকবেন মাজার শরীফের ভক্তবৃন্দের পক্ষে মোঃ মোজাম্মেল খন্দকার।

    এখানে উল্লেখ্য যে, মরমীয়া দরবার শরীফের প্রয়াত পীর সাহেব দয়াল বাবা মহরম আলী ফকির উক্ত আলাল শাঁহ ও কাসেম শাঁহ’র দরবার শরীফের মাঝে তাল ভক্তবৃন্দদের নিয়ে আধাত্বিক গান গাওয়া সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে আগত লোকজনদেরকে আপ্যায়ন করে থাকতেন। তার মৃত্যুর পর তার সুযোগ্য উত্তরসূরী ও একমাত্র সন্তান তার দায়িত্বভার গ্রহন কেরন।

    বর্তমানে মরমিয়া দরবার শরীফের পীরজাদা মফিজুল ইসলাম ধারাবাহিকভাবে সে দায়িত্ব পালন করে আসছেন। আজকে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলেও তিনি সে দায়িত্ব পালন করবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ