১০ম গ্রেডের দাবীতে বিজয়নগরে সহকারী শিক্ষকদের মানববন্ধন - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    ১০ম গ্রেডের দাবীতে বিজয়নগরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ১১:৩৬:৫৭ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে “শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন করার
    দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    ০২ অক্টোবর বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মানববন্ধনের আগে উপজেলা নির্বাহী অফিসার এঁর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক বা সমমান, বেতন গ্রেড দশম। নার্সদের নিয়োগ পদে যোগ্যতা: এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং), বেতন গ্রেড ১০ম। উপ-সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ যোগ্যতা: এসএসসি (৪ বছর কৃষি ডিপ্লোমা), বেতন গ্রেড ১০ম। ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ যোগ্যতা। আগে ছিল এইচএসসি বর্তমানে স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম (প্রস্তাবিত) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড দশম। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম ও ৯ম। এছাড়া একই ক্যারিকুলাম, একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক (দ্বিতীয় শ্রেণি), দেড় বছরের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড), বেতন গ্রেড ১০ম’। অতচ শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক মিক্ষা।প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সূতিকাগার কান্ডারী। কিন্তু তাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদমর্যাদা রেখে বাংলাদেশ শিক্ষার ফাউন্ডেশন তৈরি সম্ভব না। তাই শিক্ষার মানোন্নয়ন প্রাথমিক শিক্ষকদের মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির জন্য ১০ গ্রেডের বিকল্প নেই।

    মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এবিএম মোর্শেদ কামাল এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু হানিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবউল্লাহ সরকার, সহকারী শিক্ষক সমাজের সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শিব্বির মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল রহমান রিফাত, আল মামুন রমজান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম ভূঁইয়া, সহকারী শিক্ষক সমাজের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সজিব, মোঃ সজিব উল্লাহ খাঁন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান রাকিব, আপ্যায়ন সম্পাদক মুক্তা বেগম পপি, স্কাউট সম্পাদক মোঃ শহিদুল ইসলাম জাবেদ ও নিপ্পন ভৌমিক।

    এসময় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ, মোঃ শামসুল ইসলাম, মোঃ শাহীন উদ্দিন, মোঃ সারোয়ার রহমান, মোঃ মুজিবুর রহমান, আব্দুল হামিদ, শিক্ষক সমাজের মোঃ মাসুদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা, শিক্ষক নেতা শরিফ আহমেদ, নাজমুন নাহার, তোফাজ্জল হক খাঁন, এহসানুল হক সাগর, মতিউর রহমান, আলা উদ্দিন, মোঃ খায়রুল আলম সহ কয়েকশত শিক্ষক উপস্থিত ছিল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ