নতুন বাংলাদেশ জন্য যুব উৎসব" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • সারাদেশ

    নতুন বাংলাদেশ জন্য যুব উৎসব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৫ , ৪:৩১:১৬ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে “নতুন বাংলাদেশ জন্য যুব উৎসব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মাঠ প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাতেমা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রেডের চিফ ইন্সট্রাক্টর, অন্যান্য ইন্সট্রাক্টর, প্রতিষ্ঠানের কর্মচারী এবং শিক্ষার্থীরা।

    অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলা বিভাগের ইন্সট্রাক্টর নূর নবী। কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান অতিথি, অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা।

    প্রধান অতিথি মোছা: তাছমিনা খাতুন বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের অবদান কাজে লাগিয়ে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের নিজেদের শৃঙ্খলার মধ্যে রেখে মানবিকতার বিকাশ ঘটাতে হবে।”

    কর্মশালায় শিক্ষার্থীদের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ