প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২২ , ৮:১৭:০৭ প্রিন্ট সংস্করণ
উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ থেকেঃ
বুধবার ২৩ নভেম্বর, ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয় এর সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয় এর অর্পিত ক্ষমতা বলে, জেলা প্রশাসক মহোদয় এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার এর সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন এবং নওগাঁ জেলার নিরাপদ cccc খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক সদর উপজেলার মিষ্টি পট্টি ও সুপারি পট্টি এলাকায় ccc যৌথ অভিযান পরিচালনা করেন।
তদারকি কালে , অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ এর অপরাধে মুক্তা মিষ্টান্ন ভান্ডার কে ৫,০০০/- টাকা এবং মেয়াদহীন ও নিম্ন মানের শিশু খাদ্য বিক্রয় এর অপরাধে সম্পর্ক স্টোর কে ১০,০০০/- টাকা এবং সিরাজ স্টোর কে ৫,০০০/- টাকা সহ মোট ২০,০০০/- টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়াও বিপুল পরিমাণ মেয়াদ হীন শিশু খাদ্য ধ্বংস করেন। অভিযান এ নওগাঁ পুলিশ লাইন এর একটি চৌকষ টিম সহযোগীতা করেন।