বাংলাদেশি সমন্বয়কের তত্ত্বাবধানে কাতার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • প্রবাসের খবর

    বাংলাদেশি সমন্বয়কের তত্ত্বাবধানে কাতার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৪ , ১০:৩৯:৪৩ প্রিন্ট সংস্করণ

    নুরে আলম জাহাঙ্গীর,কাতারঃ

    কাতার বিশ্ববিদ্যালয়ে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক কর্মশালা ‘ফুল্লি-প্রোগ্রামেবল সিস্টেমস-অন-চিপ ফর সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনস’। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশের কৃতিসন্তান কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের সমন্বয়ক ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী।

    কর্মশালাটি কাতার বিশ্ববিদ্যালয় এবং আবদুস সালাম আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যা কেন্দ্র (ICTP) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং বৈজ্ঞানিক গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি হয়েছে।

    এ বছর এই কর্মশালায় বিশ্বের ৬২টি দেশ থেকে ২৮৩ জন প্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে থেকে ৩০টি দেশের ৫০ জন অংশগ্রহণকারী নির্বাচিত হয়েছেন। পাঁচ দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা সিস্টেমস-অন-চিপের ব্যবহার এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

    ড. চৌধুরী আশা প্রকাশ করেছেন যে, এই কর্মশালার মাধ্যমে বৈশ্বিক মানের গবেষণার সুযোগ তৈরি হবে, যা বিভিন্ন দেশের বিজ্ঞানীদের মধ্যে সহযোগিতা এবং জ্ঞানের আদান-প্রদানের সুযোগ সৃষ্টি করবে। কাতার বিশ্ববিদ্যালয় এবং ICTP এর এই সহযোগিতা নতুন উদ্ভাবন এবং বৈজ্ঞানিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা আমাদের ভবিষ্যতের গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান। বিশেষ করে ধন্যবাদ জানান কাতার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, প্রকৌশল অনুষদ প্রধান ও সর্বোচ্চ কর্তৃপক্ষকে।
    কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও ছাত্রছাত্রীরা কাতার বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কর্মশালার উত্তম ব্যবস্থাপনায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জনান। বিশেষ ধন্যবাদ জানান প্রোগ্রামের সমন্বয়ক ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরীকে।

    সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ