প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০৩:১৩ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লামা খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রধান শিক্ষক গোপাল চন্দ্র চৌধুরীকে বিদায় সংবর্ধনা স্মারক দেওয়া হয় দেওয়া হয়। এছাড়াও লামা খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ব্যাচ ২০১২ এর পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আজ ৬ ফেব্রুয়ারী সকালে লামা খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোপাল চন্দ্র চৌধুরী, সহকারী শিক্ষক হাসিনা বেগমসহ আরো অনেক শিক্ষকবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কাজী আব্দুল আউয়াল সরদার, হান্নান সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং লামা খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
গোপালচন্দ্র চৌধুরী দীর্ঘ ২৯ বছর যাবত (১৯৯৫-২০২৪) লামা খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করছেন।