বৃদ্ধের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন  - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • ব্রাহ্মণবাড়িয়া

    বৃদ্ধের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন 

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৪৮:৫৫ প্রিন্ট সংস্করণ

    রাষ্ট্রীয় ব্লগ রিপোর্টঃ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের প্রবীণ মুরব্বি শেখ শাহজাহানের (৭০) উপর সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার মুহরির বাহিনীর অতর্কিত হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

     

    ১৫ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১ টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা কাঞ্চনপুর মার্কেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

     

    মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফিরোজ মিয়া, শাহ আলম, মোঃ ইলাল মিয়া, নোয়াব মিয়া, মোঃ মহসিন মিয়া, ভুক্তভোগীর মেয়ে মোছাঃ রুজিনা আক্তার ও মোছাঃ রুবিয়া বেগম। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ কয়েকশত নারী পুরষ উপস্থিত ছিলেন।

     

    এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর ইখতিয়ার মুহরি বেপরোয়া হয়ে উঠেছে। তার মত কিছু চিহ্নিত সন্ত্রাসীর জন্য দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাকে শাস্তির আওতায় এনে দ্রুত বিচারের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সত্তরউর্ধ্ব একজন বৃদ্ধ মানুষের উপর তার বাহিনী দিয়ে আক্রমণ করার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের মাধ্যমে তার শাস্তি দাবী করছি।

     

    ভুক্তভোগী শাহজাহান বলেন, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আমার তিন ছেলে সবাই প্রবাসে থাকে। আমি মেয়ের বাড়ি থেকে ১ লক্ষ টাকা আর স্বর্ণ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় আমাকে একা পেয়ে ইখতিয়ার বাহিনীর ৪ জন আমাকে মারধর করে। রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে।

     

    অভিযুক্ত ইখতিয়ার মুহরি বলেন, শেখ শাহজানের সাথে যে ঘটনা ঘটেছে তা যদি আমার কোনো লোক করে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ