বড় হয়ে গেছি - হীরা আহমেদ জাকির(কবিতা) - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • শিল্প ও সাহিত্য

    বড় হয়ে গেছি – হীরা আহমেদ জাকির(কবিতা)

      প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২২ , ৩:৩১:৫৬ প্রিন্ট সংস্করণ

    যতই কষ্ট পাই আমি কাঁদতে পারিনা,

    কারণ আমি বড় হয়ে গেছি,নীরবতাই আমার কান্না,

    বুকে শত কষ্ট চাপা দিয়ে চলি কাউকে বুঝতে দেইনা।

     

    ফজর থেকে এশা রাত বারোটা কিংবা দুটো ,

    কাঁধে দায়িত্ব থাকার সুবাধে ক্লান্ত হয় না শরীরটা,

    পুরুষ কেন কাঁদে কখন কাঁদে কেউ তা জানে না,

    পরিবারে হাসি ফুটাতে অভিনব মিথ্যে ছলনা।

     

    মেয়েরা গোসল করে রোদে চুল শুকাতে দেয়,

    আর আমি সারা দিন রোদে কাজ করি,

    মেঘ বৃষ্টি এলে মেয়েরা খুশি হয়,

    আর আমি সেই বজ্রপাতের আতংকে মরি।

     

    অল্প দুঃখ পেয়েই মেয়েরা চোখের জলে বালিশ ভেজায় ,

    আমি পুরুষ পরিস্থিতিতে ইট মাথায় দিয়ে ঘুমাই,

    মেয়েরা সন্তান মা বাবা ভাই বোন পরিবার পাড়া প্রতিবেশি নিয়ে দিন কাটায়

    আর আমি হাজারো দুঃখ মাটি চাপা দিয়ে প্রবাসে একা থাকি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ