বিজয়নগরে স্কপ সিরাপসহ আটক ১ - রাষ্ট্রীয় ব্লগ | রাষ্ট্রীয় ব্লগ | জাতীয় ও মানবিক ঐক্যপ্রয়াস
  • নাগরিক সাংবাদিকতা

    বিজয়নগরে স্কপ সিরাপসহ আটক ১

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২২ , ১০:৪৮:৪৭ প্রিন্ট সংস্করণ

    হীরা আহমেদ জাকির,ব্রাহ্মণবাড়িয়া।

    বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫ বোতলের স্কপ সিরাপ ও মোটরসাইকেলসহ এক যুবক গ্রেফতার।

    ১০ ডিসেম্বর শনিবার শেখ হাসিনা সড়কের সীমানা অঞ্চলের এসআই মোঃ সাইদুল হক এর নেতৃবৃন্দ বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস ঠিম চেকপোস্ট বসিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

    বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আমার সার্বিক তত্ত্বাবধানে বিজয়নগর থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের লক্ষ্যে এক সাঁড়াষি অভিযান পরিচালনা করেন।

    অভিযান কালে এসআই মোঃ সাইদুল হক এর নেতৃত্ত্বে সঙ্গীয় অফিসার এসআই তৌহিদুল ইসলাম, এসআই ইহসানুল হাসান, এসআই পিযুষ কান্তি দে ও ফোর্সের সহায়তায় সীমনা-বিবাড়িয়া ব্রীজের আ: করিম মিয়ার চা দোকানের সামনে ইট সলিং রাস্তায় চেকপোষ্ট করিয়া ১০ ডিসেম্বর তারিখ *৬৫* বোতল স্কফ সিরাপসহ আসামী মোঃ জুনায়েদ মিয়া(২২) কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ